কবিতা : রাঙাশহীদ রচনা উদয়ন দত্ত
আমার মা,আমার ভাষা, কাড়বি কে ভিন্নভাষী?ভাষা শহীদের রক্তে ধোয়া, বাংলায় বিশ্বাসী।ভুলিনি ভায়ের বুকের রক্তে একুশে ফেব্রুয়ারী,অসাড় হয়ে জিভ মোর,বঙ্গ মাধুরী হারি।রক্তস্নানে দিয়াছ জনম আবারও বাংলারে,বাঙালির মুখে,বাঙালির হৃদে, রক্তকরবী হারে।উর্দুর ওই হাড়িকাঠে কেন গলাবো মাথা?বাংলার জয়ে হোক মরণ,গুলি বুকে গাঁথা।ঢাকার রাজপথে রক্তে রাঙা শহীদের পদচিহ্ন,ভাটিয়ালি সুরে,বাউলের তারে এই চির চিহ্ন।কত মায়ের কোল হলো আজ খালি!মরণ গগনে …