কবিতা : তুমি রচনা সোমেন চ্যাটাজ্জী
তোমায় নিয়ে জীবন চলাসকাল দুপুর রাতে,তোমায় নিয়ে প্রাত ভ্রমনশিশির স্নাত ঘাসে।তোমায় নিয়ে চায়ে চুমুকআঁখি তে স্বপ্নঝরে,প্রভাতের সূর্য পূর্নিমার চাঁদকতো কি মনে পড়ে।তোমায় নিয়ে ছয়টি ঋতুপূজা, বড়দিন, ঈদে,তুমি আমার দুঃখ বোঝমেটাও মনের খিদে।আমি পাহাড় নদী ঝর্ণার হাঁসিদেখেছি তোমার একচোখে,অপর চোখে, শিশুর মৃত্যু দেখেছি,অনাহারে, অপুষ্টিতে, ভুগে।আমি তোমার চোখেই,দেখেছি পূজামন্দিরে, মৃন্ময়ী মা’কে,সেই চোখেই দেখি, চিন্ময়ী মা, ধর্ষণের শিকার,জিভটা …