Bangla Galpo – পোড়াকপাল Written by – সজল কুন্ডু
সময়টা ছিল 1992, যখন মাওবাদীদের দাপটে কাঁপত জঙ্গল মহল। আততায়ীদের হাতে নৃশংসভাবে মৃত্যু হয় কলাবণির এক রাজনৈতিক নেতার একমাত্র পুত্রর। পল্যিটিক্যাল চাপে পুলিশ বাধ্য হয়ে গ্রেপ্তার করে নিরীহ, গরীব কাঠের ব্যবসায়ী ভোম্বলদা কে। বছর চারেক বিচার চলার পরে তার সাজা হয় বারো বছর সশ্রম কারাদণ্ড। সাজা খেটে যখন রেহাই পায় তখন তার বয়স চুয়াল্লিশ। ফিরে এসে দেখে না আছে তার ছোট্ট পর্ণ কুটির, না বেঁচে আছেন বৃদ্ধা মা। বোনটির যে কি হয়েছে তার কোনো খবরই পায়নি। তবে কানে এসেছে সে নাকি পাগল হয়ে কোথায় চলে গেছে কেউই জানেনা।
কথাগুলো শুনে অমিতের হাতের মহুয়ার গ্লাসটা পারে যাবার উপক্রম। পরদিন খুব সকালে কাউকেই কিছু না জানিয়ে সোজা রওনা দেয় রেলস্টেশান। সেখান থেকে হাওড়ার ট্রেন। সে যে মা-বাবার ওপর রাগ করে চলে গিয়েছিল।।
Bengali Story PoraKopal Written by Sajal kundu
All Copy writes reserved goes to Sajal kundu