
আমি এক জীবন্ত লাশ
আমি রোজ নিজের মাঝে নিজেকে হজারও বার খুন করি।
আমি রোজ নিজেকে জীবন্ত চিতায় দাহ করি,
আমি রোজ নিজের হাজারো ইচ্ছে,স্বপ্নকে ধুমড়ে মুচড়ে ভেঙে ফেলি।
কি হবে????
কি হবে এতো এত কিছু দিয়ে
কি হবে এই মিথ্যে স্বপ্ন দিয়ে
কি হবে এই রোজ এই স্বপ্ন গুলোকে নিজের মাঝে পুষে রেখে।
কি হবেই বা এই মিথ্যে জীবন দিয়ে।
যে জীবন আমাকে বার বার দিয়েছে ধোঁকা,
যে জীবন আমাকে বার বার করেছে প্রতারণা,
যে জীবন আমাকে দিয়েছে কলঙ্কের দাগ,
যে জীবন আমাকে করছে কলঙ্কনী।
কি লাভ নিজের মাঝে হাজারো বার মরে গিয়েও এই জীবন্ত বেঁচে থাকার অভিনয় করে।
কি পাওয়ার বাকি আছে আরো এই জীবনের কাছ থেকে।
সবি তো কেড়ে নিয়েছে ধীরে ধীরে এই জীবন মান, সম্মান,ভালোবাসা,আত্মমর্যাদা একটু ভালোভাবে বেঁচে থাকার স্বাধীনতা।
তাহলে কি লাভ এই নরকের দুনিয়ায় বেঁচে থেকে,কি লাভ চোখ ধাঁধানো এই রঙিন স্বপ্ন দেখে???
যা কেবল রুপকথার গল্পেই মানাবে,বাস্তবে তা বিলীন হয়ে যাবে?
আমি চাই না এমন জীবন, যাতে আমাকে সারাটি জীবন তিলে তিলে ধুঁকে ধুঁকে মরতে হবে।
জীবন্ত লাশ হয়ে,
হ্যা,জীবন্ত লাশ হয়ে,
চার দেয়ালর মাঝে নিজের ইচ্ছে গুলোকে বন্দী করে।
copywrite all rights reserved goes to DjM Originals and Jannatul Mim