আমি প্রিয়াঙ্কা
শিবব্রত গুহ
আমি প্রিয়াঙ্কা, এই দেশেরই একজন নারী,
হায়দ্রাবাদে গণধর্ষণের হলাম শিকার।
শয়তানগুলো হিংস্র পশুর মতো খেল,
আমায় ছিঁড়ে।
কি দোষ ছিল আমার?
আমি নারী, বলেই কি?
নারী কি ভোগের সামগ্রী?
কি ভাবে পুরুষেরা নিজেদেরকে?
আছে কোনো সন্মান এই সমাজে, নারীর?
এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের দেখা,
হয় দোষ সবসময়, কেন? কেন?
যারা আমায় করলো ধর্ষণ,
তাদেরো তো জন্ম দিয়েছে,
আমারই মতো কোন নারী, তবে কেন?
আমার সারা শরীরটা জ্বলে গেল, গেল জ্বলে।
নারী জন্মের এত কষ্ট জানা ছিল না আমার।
হে ঈশ্বর, আমাকে আর তুমি দিয়ো না,
নারীজন্ম,
নারীজন্ম,
নারীজন্ম।
হায়দ্রাবাদে গণধর্ষণের হলাম শিকার।
শয়তানগুলো হিংস্র পশুর মতো খেল,
আমায় ছিঁড়ে।
কি দোষ ছিল আমার?
আমি নারী, বলেই কি?
নারী কি ভোগের সামগ্রী?
কি ভাবে পুরুষেরা নিজেদেরকে?
আছে কোনো সন্মান এই সমাজে, নারীর?
এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের দেখা,
হয় দোষ সবসময়, কেন? কেন?
যারা আমায় করলো ধর্ষণ,
তাদেরো তো জন্ম দিয়েছে,
আমারই মতো কোন নারী, তবে কেন?
আমার সারা শরীরটা জ্বলে গেল, গেল জ্বলে।
নারী জন্মের এত কষ্ট জানা ছিল না আমার।
হে ঈশ্বর, আমাকে আর তুমি দিয়ো না,
নারীজন্ম,
নারীজন্ম,
নারীজন্ম।