শান্ত হউক করোনা
সৌরভ অধিকারী
![]() |
Introducing Our Second ORIGINALS : শান্ত হউক করোনা, সৌরভ অধিকারী : Shanto Houk Corona, Sourav Adhikary |
সারা বিশ্ব আজ কাঁদছে,
কত কান্না, কত প্রান গেছে চলে,
কবে আসবে একটি খুশির রাত,
একটি নতুন ফুল ফুটবে সকালে।।
সারি সারি মৃত্যু আছে ঘুমিয়ে,
কার কোন জাত, কোন রঙ কেউ কি জানে।
কত আপন জন গেছে চলে,
শৈশব থেকে বৃদ্ধ আছে কবরের নির্জনে।।
মানুষ আজও কত অসহায়,
বিধাতার দেওয়া বিধানে,
অগ্রগতির পথ ক্রমশ এগিয়ে,
একবিংশ শতকও আছে হাজার বছর পিছনে।।
এখনও আমরা কত দুর্বল, কত ক্ষীণ,
যুগে যুগে হয়েছি ধ্বংস,
এ প্রকৃতি তুমি হইও না আর নিষ্ঠুর,
শান্ত হউক ‘করোনা’ নিশ্চিন্ত হতে মানব বংশ।।
কত কান্না, কত প্রান গেছে চলে,
কবে আসবে একটি খুশির রাত,
একটি নতুন ফুল ফুটবে সকালে।।
সারি সারি মৃত্যু আছে ঘুমিয়ে,
কার কোন জাত, কোন রঙ কেউ কি জানে।
কত আপন জন গেছে চলে,
শৈশব থেকে বৃদ্ধ আছে কবরের নির্জনে।।
মানুষ আজও কত অসহায়,
বিধাতার দেওয়া বিধানে,
অগ্রগতির পথ ক্রমশ এগিয়ে,
একবিংশ শতকও আছে হাজার বছর পিছনে।।
এখনও আমরা কত দুর্বল, কত ক্ষীণ,
যুগে যুগে হয়েছি ধ্বংস,
এ প্রকৃতি তুমি হইও না আর নিষ্ঠুর,
শান্ত হউক ‘করোনা’ নিশ্চিন্ত হতে মানব বংশ।।