কবিতা : চিরকালীন ভাষা রচনা প্রবীর রঞ্জন মণ্ডল
কাদা মাটি,নদীর চর আর ধুলোর উপরঅক্ষর হাতড়ে হাতড়ে খুঁজি আমার প্রাণ।মনের গভীরে আজন্ম বেড়ে ওঠাবাবা মায়ের স্বভাবজাত জিনমুখের স্বরে নেমে আসে খোলা আকাশের নীচে ;তারাও তো পিতৃপুরুষের রেখে যাওয়া সবআঁকড়ে নিয়ে মনন স্মৃতিতে গেঁথে রেখেছিল।এইভাবে কাল থেকে কালান্তরে স্বরের প্রক্ষেপণএকুশে ঝরে যাওয়া রক্তের দাগেমায়ের ভাষার সমাক্ষরপাতনচোখের সামনে বুলেটের দাগ হয়ে ঘুরে বেড়ানো।বাংলার ভাষা বাংলা ভাষা …