কবিতা : জীবন দর্শন রচনা ইলা চক্রবর্তী
আমার পায়ে পায়ে চলেছে সময়।অনন্ত পথের যাত্রা।হাতড়ে বেড়ায় ওই বিবাগী মন।বৈরাগ্যের তোরু ছায়ায় বসে আছি অনেক্ষন।হয়তো একাল থেকে সে কাল।আসে না শব্দ আর,শব্দ মালা শব্দের অতলে।এক একটা পাতা খুলে যায় সামনে আমার।পিছন ফিরে তাকানোর সময় নেই আর।নীল দিগন্তে পরিযায়ী পাখির মতো, –সুপ্ত চেতনা বাসা বাঁধে।আবার ফিরে যায় ওই আকাশে।মিলন মেলায় মিলিত এক কল্পনার ছবি।আহুতি দিতে …