কবিতা: স্বপ্নের দাম – অস্মিতা মজুমদার । Poem Swapner Daam by Ashmita Majumdar
আমরা তো সবাই স্বপ্ন দেখতে ভালবাসি,দাম দিতে পারি কয়জন –অমূল্য স্বপ্ন ঘিরে,বেঁচে থাকি আজীবন!কিছু স্বপ্ন দাম দিও যেনপেয়ে যাওয়া যায়;কিছু স্বপ্ন আজীবন যেনমরীচিকার আশ্বাস দেয়!বাস্তব যেন স্বপ্নের দামআরো বাড়িয়ে দেয় –নিশাচর মানুষ রাত্রি আধারেস্বপ্ন খুঁজে বেড়ায়!স্বপ্নের দাম কখনো প্রয়াসকখনো কঠোর পরিশ্রম,কখনো বাভাগ্যজোরে মিলে যায় –শ্রান্ত হয় তখন অলীক মন!