ঠাকুর – তাপস সাঁতরা
ভিডিও কলে অফিসের মিটিং শেষ করে ফেসবুকটা অন্ করতেই একটি পোস্ট সমস্ত দৃষ্টি আকর্ষণ করে নিল। লকডাউনের জেরে অধিকাংশ মানুষ যেহেতু ঘরবন্দি তাই ওই পোস্টে একটি ফেসবুক পেজের পক্ষ থেকে সদস্যদের কাছে আবেদন করা হয়েছে বাড়িতে থেকে রবি ঠাকুরের কবিতা, গান অথবা রবীন্দ্রসঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করে ভিডিও আকারে পাঠানোর জন্য। পোস্টটি পড়ে তমালের প্রথম …