মনের কথা
সহেলিপা দত্ত
পর্ব – ১
![]() |
Bengla Kobita : মনের কথা – সহেলিপা দত্ত || Bengali Poem : Moner Kotha By Sahelipa Datta || DjM Originals |
অন্ধ কুপের বন্ধ ঘরে,
জগৎটা আর দেখবে কত?
বেরিয়ে দেখাে আকাশ আলাে,
তারায় ভরা শত শত।।
ভাবছাে তুমি পারবে না তা,
অচেনা সে চোখে এত,
গিয়েই দেখাে একটিবার আজ,
চোখ ধাঁধানাে দিনের মত?
জীবন পাবে নতুন মেজাজ,
প্রাণ পাবে সব স্বস্তি যত,
ভীষণ নেশায় মিলিয়ে যাবে,
ক্ষত তােমার প্রতিনিয়ত।।