DjM Originals

কবিতা: শুভ্র পত্র – আরতি চৌধুরী । Bengali Poem: Shuvra Patra by Aarati Chowdhury

আমিতো আমার মনের শুভ্র পাতাগুলোই
তুলে ধরেছিলাম তোমার কাছে।
ভেবেছিলাম তুমি তোমার প্রাণের কথা
লিখবে প্রাণ ভরে!
তুমি আর আমি যুগল বন্দী হয়ে রইবো
আমাদের স্মৃতি ঘরে।

তুমি তোমার লেখনীর খোঁচায়
অঙ্কিত করলে অসংখ্য হিজিবিজি ছবি,
যার দুর্গম অর্থ বুঝা ভারী কষ্ট
নিপুণ চিত্র শিল্পীরও!

তুমি পাতায় পাতায় ঝরিয়েছো
তোমার মনের অনুভূতির অদ্ভুত বৃষ্টি!
হয়তোবা তাই কখনও আমি
হয়েছিলাম মানুষ হিসেবে শক্ত।
কখনো আবার হয়েছি
তোমার প্রতি অকুণ্ঠ আসক্ত !

এক টুকরা অনাবশ্যক কাগজ ভেবে,
উড়িয়ে দিয়েছিলে সেই অঙ্কিত পৃষ্ঠাগুলো ।
তুমি কি জানোনা ?
যে কথা তুমি লিখবে,
যে ছবি আঁকবে,
সেগুলোই চিরদিন আমাকে জড়িয়ে থাকবে!

তোমার লেখনীর ঝর্ণা ধারায়
ডুবে গিয়েছিলাম অষ্ঠেপৃষ্টে।
পাথর আর জলের ঠোকাঠুকিতে
আমি যে হারিয়েছিলাম নিজেকে !

এখনো আমি বয়ে চলেছি
ফল্গু নদীর সাথে নীরবে নিঃশব্দে।
কভু ইচ্ছা হয়,
বালুতে মাখা ছেঁড়া পৃষ্ঠাগুলো,
আবার তুলে ধরি তোমার সন্মুখে!

যতো ইচ্ছা লেখো বা আঁকো,
আমি আর স্মৃতি করে রাখবো না ধরে!
তুমি আর আমি হলাম
মুক্ত বিহঙ্গ -বিহঙ্গিনী,
ভাবনার আকাশে এবার উড়বো দুজনে !!

————————-

Leave a Comment

x