DjM Originals

কবিতা: রিপুর তাড়না – আরতি চৌধুরী । Bengali Poem Ripur Tarona by Aarati Chowdhury

তোমাকে দেখে আমার কষ্ট হয়!
এখনো দুর্বার কামনা সাগরে
ভেসে যেতে চাও,
ভোগ – বাসনার তরী খানি লয়ে?
একবার ভেবে দেখো,
তোমার যা কিছু আছে
সবই হারাবে লালসার অতল গভীরে!
তোমাকে দেখে আমার কষ্ট হয়!
হিংসা লতায় জড়িয়ে রেখেছো,
অন্তরে লাগানো পবিত্র গাছটায়।
হিংসা – প্রতিহিংসা শরীরে ও মনে,
রক্ত বীজের মতো বাসা বাঁধে।
লোভ এসে নিত্য নতুন পথ দেখায়,
অমনি তোমার মন সেদিকেই ধায়।
অজান্তেই ডেকে আনো নিজেরি ক্ষয়।
তোমাকে দেখে আমার কষ্ট হয়!
এখনো ঘৃণাকে রেখেছো প্রহরী করে,
তোমারই মনের দুয়ারে।
সুগন্ধি বায়ু ফিরে চলে যায়,
প্রবেশিল না হায় হৃদয় কোটরে!
তোমাকে দেখে আমার কষ্ট হয়!
ঈর্ষার ঝুলিখানি রেখেছ যে ভরে ,
মিথ্যা অহঙ্কারে।
এতো ভারী বোঝা তুমি বইবে কেমন করে?
তোমাকে দেখে আমার কষ্ট হয়!
যেদিন পবিত্র ধ্বনি মিলিয়ে যাবে দূরে,
বুঝবে সেদিন অবাধ্য মন দিয়েছিলে কাহারে।
এখনও সময় আছে,
সংযত করো যদি নিজের মন,
সুখ – শান্তি বাঁধা রবে সারাটি জীবন।

Leave a Comment

x