নিজেদের নিঃস্ব করে
বলিদান করেছে ওরা
শুধু তোমারি জন্য।
তোমার গর্বিত দৃষ্টিতে
ওরা ছিল অতি সামান্য।
মাথা পেতে নিয়েছে ওরা
চৈত্রের রোদ,
বৈশাখী ঝড়,
বর্ষার বন্যা,
ছিল না শীতের আচ্ছাদন।
তোমার গর্বিত দৃষ্টিতে
ওরা যে ছিল অতি নগণ্য।
অন্ধকারে থেকেও ওরা
তোমার অট্টালিকায়
জ্বেলেছে দীপ মালা।
ওদের কুঁড়ে ঘরে জ্বেলেছে আলো
আকাশের তারা
আর জোনাকীরা।
তোমার গর্বিত দৃষ্টিতে
নিজেকে মনে করেছিলে ধন্য।
চিত্রগুপ্তের হিসাবের খাতায়
লেখা হবে ওদের আর তোমার
সকল কর্ম।
হয়তো সেদিন ওরাই
হবে অসামান্য!
তোমার অহঙ্কারী মন
ভাববে তখন
তুমি কি করেছো ওদের জন্য!!
