আমরা সবাই বোধ হয়
খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছি,
তবে অনেক কিছু সাথে নিয়ে।
মাঝে মাঝে প্রশ্ন জাগে না ?
বড় হওয়ার মানে কি ?
কিভাবে বড়ো হয়ে যাচ্ছি ?
একদিন সময় করে গবেষণা করা যাক না,
বড়ো হওয়ার গবেষণা।
বড়ো হওয়া মানে শৈশবের স্মৃতি অনেক দূরে সরিয়ে ফেলা।
বড়ো হওয়ার মানে অন্যের খুশিতে আপন খুশি খুঁজে নেওয়া।
বড়ো হওয়ার মানে নিজেদের সবটুকু দিয়েও কিছু আশা না করা।
বড়ো হওয়া মানে এক এক করে বাড়ির ভালো-মন্দ দায়িত্ব নেওয়া।
বড়ো হওয়া মানে আপন অনুভূতিগুলোর নিয়ন্ত্রণ করা।
বড়ো হওয়া মানে না চাইলেও অনেক কিছু হারিয়ে ফেলা।
বড়ো হওয়া মানে আপন কান্না দমন করে অন্যের মুখে হাসি ফোটানো।
বড়ো হওয়ার মানে চাপা কষ্টে বুক ফেটে যায় তবুও মুখে যেনো হাসির ছটা।
লেখা :- (অমৃকা কুন্ডু)
খুব সুন্দর ।।