একটি ভাইরাস ও মানব জাতি
সত্য স্বরূপ গোস্বামী
![]() |
Bangla Kobita : একটি ভাইরাস ও মানব জাতি রচনা সত্য স্বরূপ গোস্বামী | Bengali Poem : Ekti Virus O Manab Jati by Satya Sarup Goswami | DjM Originals |
করনার গ্রাসে আজ সমগ্র বিশ্ব
সবার উপরে মানুষ প্রমাণিত সত্য।
জাত পাত ভেদাভেদ সব আজ তুচ্ছ
হিংসা হানাহানি আজ সব বন্ধ।
এক হতে হবে সব তাহলেই রক্ষা
জাত মোর যাইহোক জাতি মোরা একটা।
ধর্মও একটাই সেটা হল মানবতা
হিন্দু, মুসলিম ভেদাভেদ মিথ্যা।
আমরাই জিতব করোনার যুদ্ধে
জিতব যুদ্ধটা মানবতা মন্ত্রে।
যুদ্ধটা সকলের সকলেই যোদ্ধা
এইটাই রাখি মনে হেরে যাবে করনা।
সবার উপরে মানুষ প্রমাণিত সত্য।
জাত পাত ভেদাভেদ সব আজ তুচ্ছ
হিংসা হানাহানি আজ সব বন্ধ।
এক হতে হবে সব তাহলেই রক্ষা
জাত মোর যাইহোক জাতি মোরা একটা।
ধর্মও একটাই সেটা হল মানবতা
হিন্দু, মুসলিম ভেদাভেদ মিথ্যা।
আমরাই জিতব করোনার যুদ্ধে
জিতব যুদ্ধটা মানবতা মন্ত্রে।
যুদ্ধটা সকলের সকলেই যোদ্ধা
এইটাই রাখি মনে হেরে যাবে করনা।
আমি সাথে আছি,এবং বন্ধু-বান্ধবদেরও সাথে যুক্ত করার চেষ্টা করছি,ধন্যবাদ
আমি সাথে আছি,এবং বন্ধু-বান্ধবদেরও সাথে যুক্ত করার চেষ্টা করছি,ধন্যবাদ