ভাবি একবার
মিঠু মুখার্জী
পৃথিবী আজ বড়ো ক্লান্ত,
অসহায় অবসন্ন।
এতোদিন তো ভাবিনি
পৃথিবীর কথা,
নিজেরটি ছাড়া বুঝিনি কিছুই
স্বার্থ নিয়ে হানাহানি আর কাটাকুটি,
আখের গোছাতে ব্যস্ত।
একবারও কি জানতে চেয়েছি
কিরম আছে এই পৃথিবী?
নীরবে সহ্য করে গেছে
আমাদের অত্যাচার।
আমরা খালি নিয়ে গেছি
এই ধরিত্রীর কাছে,
বিনিময়ে দিইনি কিছুই।
এখন সময় এসেছে
এসোনা বন্ধু পন করি,
কিছুদিন বিশ্রাম দেবো তাকে।
ঐ দামাল ছোটো ছেলেটা
সেও বুঝেছে,করেনা বায়না
ফুটবল নিয়ে মাঠে যাবে বলে।
ছোট্ট মেয়েটা সাজি হাতে
যায়না তুলতে ফুল।
পারবো বন্ধু আমরাও পারবো,
কদিন গৃহবন্দী হয়ে থাকতে।
পৃথিবী এই বিশ্রামটা deserve করে
তার সন্তানদের কাছ থেকে।
Bhabi Ekbar – Mithu Mukherjee
This poem all Copyright reserved goes to Mithu Mukherjee