আমার শহরে পরিযায়ী শ্রমিকেরা
পিনাকী চক্রবর্তী
![]() |
Bangla Kobita : আমার শহরে পরিযায়ী শ্রমিকেরা রচনা পিনাকী চক্রবর্তী | Bengali Poem : Amar Sohire Porijayi Sromikera by Pinaki Chakrabarty | DjM Originals |
আমার শহরে আজ সারাদিন মানুষ ছুটেছে হরিণ হয়ে৷
হাতে হাত ধরা মুখে বাঁধা রুমাল, মুখোশ হয়েছে এখন
আমার শহর ক্ষণে ক্ষণে পালটায়, দিন আর রাত ৷
সন্ধ্যায় আকাশের বুকে আলো, তারাদের রাত নামবে,
পাখিরা ফিরছে , কিচির মিচির৷ এখনই ফেলে আসা
বাড়ির উঠোন, বাগান, পুকুর, আপনজনের কথা,
মনে হয়৷ কাঁদে চোখ, দূর থেকে দেখে ছোটোবেলার
দেহাতী প্রেমিকা ৷
আমার শহর থেকে পরিযায়ী শ্রমিকেরা ফিরছে,
তোমার কথায় তারা ভীড়েছে দিল্লির রাসতায়,
পেটে ভাত নেই,পকেটের জমানো টাকা ভিজেছে ঘামে
লকডাউনের দেশে ওরা ছিন্নমূল সবাই৷ চোখে
হারিয়ে গিয়েছে জীবনের ছোট ছোট স্বপ্ন ;
বাড়ির ছাদেতে দুটো কবুতর চাঁদের নরম
আলো নিয়ে ছোঁয়াছুঁয়ি খেলছে ,যেনও পৃথিবীতে
যন্ত্রণা ফুরিয়ে গিয়েছে !
জ্বলছে নিভছে, আলো আর অন্ধকারে চোখের পাতায়৷
আমরা ঘুমিয়ে যাই ,দূর অনেক দূরের ফাঁকা প্ল্যাটফর্মে ,
আজ সবট্রেন বন্ধ হয়েছে ,আজ কেউ ফিরতে পারবে না ৷
আমার শহরে পরিযায়ী শ্রমিকেরা ফিরে যায় , আমি
শুনি দূর থেকে – ক্ষুধার্ত মানুষের অন্তিম কন্ঠ৷;
এখানে সকলেই বেঁচে থাকতে চাইছে আমাদের হাতে
রেখেছে হাত
এখন তীব্র দাবদহে নেমেছে অসুরি অভিসমপাত৷
আমার শহরে পরিযায়ী শ্রমিকেরা থাকবে না
আর,
তাদের ফিরতে হবে পায়ে পায়ে ,বহুদূর ধূলোর পথ ;
ইঁট ভাঙা পুকুর পাড়ে ছড়ানো এঁটো বাসন , মাটির ঘট,
ভাঙা পাথরের তুলসি মঞ্চ৷ সূর্য ডুবে গেলে দুহাতের পাতায়
কাঁপা আলোর সলতে নিয়ে এগিয়ে চলে কিশোরী ,থামে না৷
আমার শহরে পরিযায়ী শ্রমিকেরা পরিযায়ী হয়ে ওঠে,
যে গল্প শোনায়,তা এই দেশের কথা কাহিনী, আমরা শুনি৷৷