হাত ধরো প্রিয়ে
ডাঃ শুভদীপ প্রামানিক
![]() |
Bangla Kobita : হাত ধরো প্রিয়ে রচনা ডাঃ শুভদীপ প্রামানিক || Bengali Poem : Haat Dhoro Priye by Dr.Subhadip Pramanik || DjM ORIGINALS |
চলো কোথাও লুকাই, হাত ধরো প্রিয়ে,
মৃত্যু চলেছে, মিছিল করে রাজপথ দিয়ে,
কেউ পালিয়েছে, কেউ মৃত, কেউ বুঁদ মদ ও তামাকে,
আমরা ভিক্ষুক, আমি চাইবো তোমায় আর তুমি আমাকে।
সেই সবুজ প্রান্তর, নীল আকাশ, খয়েরি নদীজল,
চারদিকে চেনামুখ, সেই ছিলো সম্বল,
হারাচ্ছে, সবই হারাচ্ছে, হারিয়ে যাচ্ছে খালি,
তোমার জন্য রাজপথ ছেড়ে, খুঁজে ফিরি অলিগলি।
খুব কিছু তো চাইনে, কিছু রামধনু, কয়েকটা ঋতু,
যেখানে এখনো ফুল ফোটে, প্রজাপতি ফেরে, সেইখানে থিতু,
সেখানেও মুঠো শিথিল হবে, সেই হারানোর শঙ্কা,
জীবন মানে তো আয়ুর কাটা, কমতে থাকা সংখ্যা।
তবু এ যাত্রা বেঁচে নিই, তুমি আছো সাত পাঁকে জড়িয়ে,
সে জনপদ, মৃত্যু মিছিল সব আড়ালে সরিয়ে,
আমায় মরতে হবে, আমায় বাঁচতে হবে, কিছু আশাই খড়কুটো,
তোমার সাথেই না-হয় মরি বাঁচি, চলো শক্ত করি মুঠো।।