স্যানিটাইজার এর আত্মকথা
অস্মিতা মজুমদার
![]() |
Bangla Kobita : স্যানিটাইজার এর আত্মকথা – অস্মিতা মজুমদার || Bengali Poem : Sanitizer Er Atmakatha by Ashmita Majumdar || DjM Originals |
জানিনা হঠাৎ করে,
প্রত্যেক দোকানে দরে দরে!
রাখছে সাজিয়ে আমায়–
কিনছেন লোকে বেশি দামে,
কাড়াকাড়ি করছে বড়!
বুঝলাম না হঠাৎ করে
আমার এত দরকার কেন হল?
রেডিও-টিভিতে —
আমার শুধু বিজ্ঞাপন!
লোকে এখন দিনে রাতে,
মাখছে হাতে আমায় সারাক্ষণ!
আমার মধ্যে থাকা
অ্যালকোহলের মাত্রা বড় বিবেচ্য,
কেন! হঠাৎ কি যে হলো?
বুঝতে পারছিলাম না কোন কিছুই—
হঠাৎ করে আমাকে নিয়ে,
কালোবাজারি চালু হলো!
যারা আমাকে আগে কেনে নি;
বোঝেনি আমার মর্ম!
লকডাউন এরপর আমায় না পেয়ে —
তারাই বড় নিরাশ হলো!
পরিস্থিতির করুন চাপে সবাই যখন অসহায়,
আমার ওপর ভরসা রেখে হচ্ছে তারা সহায়;
উপদেশ বার্তায় যেন আমার বড়ই নাম!
আমাকে হাতিয়ার করে,মানুষ চালাচ্ছে “জীবন সংগ্রাম”!
প্রত্যেক দোকানে দরে দরে!
রাখছে সাজিয়ে আমায়–
কিনছেন লোকে বেশি দামে,
কাড়াকাড়ি করছে বড়!
বুঝলাম না হঠাৎ করে
আমার এত দরকার কেন হল?
রেডিও-টিভিতে —
আমার শুধু বিজ্ঞাপন!
লোকে এখন দিনে রাতে,
মাখছে হাতে আমায় সারাক্ষণ!
আমার মধ্যে থাকা
অ্যালকোহলের মাত্রা বড় বিবেচ্য,
কেন! হঠাৎ কি যে হলো?
বুঝতে পারছিলাম না কোন কিছুই—
হঠাৎ করে আমাকে নিয়ে,
কালোবাজারি চালু হলো!
যারা আমাকে আগে কেনে নি;
বোঝেনি আমার মর্ম!
লকডাউন এরপর আমায় না পেয়ে —
তারাই বড় নিরাশ হলো!
পরিস্থিতির করুন চাপে সবাই যখন অসহায়,
আমার ওপর ভরসা রেখে হচ্ছে তারা সহায়;
উপদেশ বার্তায় যেন আমার বড়ই নাম!
আমাকে হাতিয়ার করে,মানুষ চালাচ্ছে “জীবন সংগ্রাম”!