DjM Originals

Bangla Kobita : শিকড় রচনা ডাঃ শুভদীপ প্রামানিক | Bengali Poem : Shikor By Dr. Subhadeep Pramanik | DjM Originals

শিকড়

ডাঃ শুভদীপ প্রামানিক

Bangla Kobita : শিকড় রচনা ডাঃ শুভদীপ প্রামানিক  | Bengali Poem : Alshe Dupur By Sarbani Banerjee | DjM Originals
Bangla Kobita : শিকড় রচনা ডাঃ শুভদীপ প্রামানিক  | Bengali Poem : Alshe Dupur By Sarbani Banerjee | DjM Originals
সবকিছুরই একটা শিকড় থাকে
গাছ, গুল্ম, বিশ্বাস, বংশ
গাছের যেমন লুকানো থাকে মাটির গর্ভে
তেমনই থাকে ইতিহাসে, ঐতিহ্যে, রক্তবীজে

যে রাজাটা হরিণ ভালোবাসতো,
সেই শিকার করেছিলো
তীরের ফলায় থামিয়েছিলো নিজের ভালোবাসা
তার যে শিকড় ছিলো, সে অবলার রক্ত চেয়েছিলো

কাঁটাতারের সীমা এড়িয়ে ঘর বাঁধা রবি আচার্য্য
ঈদের সময় বাড়িতে শিমাই রান্না করতো
ধানচারার মতো সতেজ হয়ে উঠতো তার ওপারে ফেলে আসা শিকড়

বাস, লড়ির পিছনে পাহাড়, গাছ, নৌকা আঁকা কাশীম আলির ছেলে
এইবছর আর্ট কলেজে ঢুকলো
ওর যখন তিন মাস বয়েস, তখন বাপে হাফ তুলে মরে গেছিলো
স্টকহোম যাচ্ছে ওর ছবি
অদৃশ্য কেউ এঁকে দিয়েছিলো ওর শিকড়টা
রঙ-তুলিতে প্রাণ পায় সেটা

সবকিছুরই একটা শিকড় থাকে
পুজোর সময় দেশের বাড়ি যাওয়া
চল্লিশের ভুড়ি সামলে ইস্কুল স্যারদের প্রণাম করা
জন্মদিনে মায়ের পায়েস খাওয়ানো
ক্রীসমাসের দিনে কেক খাওয়ার ধুম
চৈত্রসেলে শাড়ির রঙ মিলিয়ে ব্লাউজ কেনা
পুরোনো বন্ধুদের শালা বলা
সবকিছুই সেই শিকড়ের জন্য

তার সবকিছু ভালো নয়, বেমানান, বিকট, বিশ্রী
তবুও তা শিকড়, মজ্জাগত সুপ্ত অভ্যাস
সেই শিকড় দিয়ে একটা গন্ডি বাঁধা থাকে
তার ভেতরটাই পরিবার, স্বজন, আত্মীয়।

সেই ভালো মন্দ মিশিয়েই শিকড়
দিনান্তে পাখি যেমন বাসার ঠিকানা খোঁজে
মন খোঁজে শিকড়
যতোবার দিন ঘনিয়ে এসেছে, নিজেকে একা লেগেছে
মন বলেছে একবার, শুধু একবার, শেষবারের মতো একবার
ফিরে যাই শিকড়ে
ইতিহাসে, ঐতিহ্যে, রক্তবীজের সেই শিকড়ে।।

Leave a Comment

x