লক ডাউন এর বিকেল
নবনীতা শিল
![]() |
Bangla Kobita লক ডাউন এর বিকেল – নবনীতা শিল | DjM Originals । “সময় আমার থমকে গেছে, বাড়ির চার দেওয়ালে” বাংলা কবিতা lock down er bikele – Nabaneeta Shil. |
সময় আমার থমকে গেছে
বাড়ির চার দেওয়ালে
তালা বন্ধ চিলে কোঠায়ে তাই
আজ গেলাম বিকেলে
দরজা খুলতেই এক চিলতে রোদ্দুর মাখল ঘরটা
শৈশব যেন দৌড়ে এলো
জড়িয়ে ধরল মনটা ।
বলল ,
“কিরে ! কোথায় ছিলিশ?
আসিস না তো আজকাল!
তা কি ভেবে আজ দরজা খুললি ?
আমার যেন হলো সকাল”
আমি নিশ্চুপ । তাকিয়ে শৈশব
প্রশ্নশুচক চোখে
কিছু না বলেই ডুব দিলাম
হাসি নিয়ে মুখে ।
পুরনো বল ,কাগজের নৌকো
আরো কত্ত কিছু
মিলিয়ে মিশিয়ে খোলা আকাশ
আমিও হলাম নিচু
দেখি চেয়ে যৌবন লুকিয়ে
ভাঙা তক্তার তলায়
ডায়রি আর গিটার রাখা
খেয়েছে উই পোকায় ।
তাড় বাজেনি লেখা আসেনি
মজেছি আমি টাকায় ।
সংসার আর আপিস করেই দিন হয়ে গেল রাত
মাঝ বয়সি মন আমার হয়েছে কুপকাৎ
শৈশব আর যৌবন কে দিলাম আবার ছুটি
বললাম- ” আসব আবার !”
ওরা হেসেই কুটপুটি
জানে বন্দি ওরা চিলেকোঠায়,
থাকবে অপেক্ষায়
আমি আসবনা যে বছর বছর
ওদের ভুলব অছিলায়
ওরা জানল না শুধু
মনটা আমার আটকে আছে
আজ ও চিলেকোঠায় ..।।
Bengali poem lock down er bikele – Nabaneeta Shil. | DjM Originals
All Copy writes reserved goes to
ফাটাফাটি 👌👌