আজ আন্তর্জাতিক বিশ্ব মা দিবসে DjM ORIGINALS এর বিশেষ নিবেদন ‘মা’, রচনা শুভম সাহা
মা
শুভম সাহা
![]() |
Bengali Kobita : মা রচনা শুভম সাহা | Bengali Poem : Maa by Subham Saha | DjM Originals |
এক শিশুর প্রথম ডাক মা,
মা, ঈশ্বরের আর এক নাম মা,
মা, ঈশ্বরের আর এক নাম মা,
মা, এই জগতের আলাে যার জন্য দেখা সে মা,
মা, এক ছেলের জীবনের প্রথম ভালােবাসা মা,
মা , যার ভালােবাসার কোন স্বার্থ নেই সে মা।
মা , জীবনের প্রথম শিক্ষিকা মা,
মা , বিপদের সময় সব সমস্যার সমাধান যার কাছে সেই মা,
মা , নিজে কম খেয়ে সন্তানের খিদে মেটায় যে সেই মা ,
মা , কষ্ট পাওয়ার পর ও ছেড়ে চলে যায় না যে সেই মা,
মা , পরিবারের শক্তি হয়ে সবার পাশে থাকে যে সেই মা,
তােমাকে ছাড়া যার জীবন অন্ধকার,
পাশে থেকো তার সবসময় তুমি ‘মা’ ।