মাধুর্যময়ী প্রভাত
পাপিয়া পাল
![]() |
Bangla Kobita : মাধুর্যময়ী প্রভাত রচনা পাপিয়া পাল | Bengali Poem : Madhurjomoyee Probhat By Papia Paul | DjM Originals |
অম্লাল ঊষার দীপ্ত লালিমায়,
সুপ্ত স্বপ্ন লিপ্ত কণ্ঠে রাঙা হয়,
জীবন যৌবন একাকী নির্জন
প্রস্ফুটিত কুসুমের মতো দোলায়িত মন,
দিগন্ত বিস্ফারিত দিবাকর প্রভা,
দেহ-মন-তনু সবেতে ছড়ায় তার আভা,
সুপ্রভাতি, স্বাগতম ছন্দ,
বিশ্ব প্রকৃতির যে আনন্দ,
মাধুরী-করিশমা ডালি থেকে মুগ্ধ গন্ধ,
অম্বর কিভাবসু-নিশ্চুপ নীরব,
চারদিকে দোয়েল শ্যামা করছে কলরব,
এই সুন্দর স্বর্ণালী সকাল,
ঊষার আতপ্ত, কোয়েল আলোর জাল
ভরে যায় চিত্তমম তব বিশ্বমাতৃ তোমার সৃষ্টিতে
শতকোটি প্রনাম রইলো তোমার চরণে,
সেলাম তোমার কৃষ্টিকে।।
সুপ্ত স্বপ্ন লিপ্ত কণ্ঠে রাঙা হয়,
জীবন যৌবন একাকী নির্জন
প্রস্ফুটিত কুসুমের মতো দোলায়িত মন,
দিগন্ত বিস্ফারিত দিবাকর প্রভা,
দেহ-মন-তনু সবেতে ছড়ায় তার আভা,
সুপ্রভাতি, স্বাগতম ছন্দ,
বিশ্ব প্রকৃতির যে আনন্দ,
মাধুরী-করিশমা ডালি থেকে মুগ্ধ গন্ধ,
অম্বর কিভাবসু-নিশ্চুপ নীরব,
চারদিকে দোয়েল শ্যামা করছে কলরব,
এই সুন্দর স্বর্ণালী সকাল,
ঊষার আতপ্ত, কোয়েল আলোর জাল
ভরে যায় চিত্তমম তব বিশ্বমাতৃ তোমার সৃষ্টিতে
শতকোটি প্রনাম রইলো তোমার চরণে,
সেলাম তোমার কৃষ্টিকে।।