ভারতবাসী
সজল কুন্ডু
হে ভারতবাসী, এখনও সময় ফুরায়ে যায়নি
কিছুটা সময় ভুলে সব হানাহানি
জ্বলে ওঠো, দাও অন্নহীনদের দানাপানি
ব্যার্থ করো নোবেল করোনার হাতছানি।
অন্যথা,
ব্যার্থ হবে মহাপুরুষদের সকল বাণী
আমাদের মৃতদেহ না পাবে কবর, না হবে মুখাগ্নি
ভেঙে পড়বে ঐতিহ্যবাহী ইকনোমি
করতে হবে চায়না সরকারের গোলামি।
তাই,
এসময় ভুলে সকল রাজনৈতিক টানাটানি
বুঝিয়ে দাও বিশ্বকে,
আমরা ভারতবাসী, একশো তিরিশ কোটি
হার মানতে শিখিনি।।
Bharatbasi – Sajal Kundu
This poem all Copyright reserved goes to sajal kundu