প্রেমিকা
অনিন্দ্য রায়

Bangla Kobita :প্রেমিকা রচনা অনিন্দ্য রায় | Bengali Poem : Premika by Anindya Roy | DjM Originals

বসন্ত যেদিন বিদায় নিয়েছিল আমার থেকে,
কেমন এক ঘেন্না আর অপমান মেশানাে গ্রীষ্ম,
ছুড়েছিল মুখে তােমার ভালােবাসার ছাই ভষ্ম,
লজ্জিত মুখে কাঁদছি, বসন্তের জন্য,
ঠিক তখনই কালবৈশাখির হাত ধরে,
শিতল বারি ধারার মতাে, তােমার প্রেমে ভিজলাম ।।
সমুদ্র যেমন ভিজিয়ে যায় , তার তীর কে,
অনেকটা সেভাবেই তুমিও প্রতিমুহুর্তে,
সঞ্জীবনীর মতাে প্রেমের স্পর্শে,
বাঁচিয়ে রাখাে আমার অর্ধমৃত আত্মার ভগ্ন অবয়ব কে ।।
তােমাতেই সব কল্পনা পায় বাস্তবতা,
রাত্রির শেষে, তুমিই সূর্যভরা সকাল ।
তােমাকেই যেন কাছে পাই চিরকাল,
এই আমার তােমায় নিয়ে ঘর বাঁধার কল্পনা ।।