পাগলি আমার
প্রসেন দাস
গান হারানাে পাগলি আমার, গানের কলি শােনে ;
মিঠে মিঠে স্বপ্ন সকল আকাশে তারা গােনে।
নিঝুম রাতে আঁচলতলে একতারা ঐ বাজে।
পাগলি আমার গানের খোঁজে নতুনভাবে সাজে।
চাঁদের ছায়া, কোকিল সুরে কৃঞ বাজায় বাঁশি;
পাগলি আমার ছড়িয়ে দিল সােনার টুকরাে হাসি।
কি কারনে পাগলি আমার এমন বাঁধনহারা !
ডাকলেও পরেও আর যে কেন দিতে চায় না সাড়া !
বেখেয়ালে ইছেগুলাে সব, হারায় যখন – তখন ;
পাগলি আমার সঙ্গছাড়া, কেউ ভেঙেছে মন ।
তাইতাে আমার পাগলি আজও সত্য কথা কয়,
কে বা ছুলাে , কে বা ভুলাে , নেই যে কোনাে ভয় ।
উদাস মনে পাগলি আমার গানের কথা শােনে ;
নিজের মনেই হরেক রকম গল্প – কথা বােনে ।
শান্তি আছে মনের মাঝে, শান্তনা নেই শুধু ,
পাগলি আমার হারিয়ে যাওয়া অন্য ঘরের বধু ।।
Bengali Poem Pagli Amar by Prasen Das
This poem all Copyright reserved goes to Prasen Das
Darun hoeche kobita ta.
Thankyou, Please Visit Our New Site https://www.djmoriginals.com