দেশের মানুষ
সজল কুণ্ড
![]() |
Bangla Kobita : দেশের মানুষ রচনা সজল কুণ্ডু | Bengali Poem : Desher Manush By Sajal Kundu | DjM ORIGINALS |
আমলা বসে গামলা বাজায়
পুত্র পাকালো গোল
করোনা নয়, কিডনি নষ্ট
বলো হরিবল।
রেশন ওয়ালা বড্ডো চতুর
চাল দিতে না চায়
তেলের বোতল খাটের নীচে
গরীবদের ঠকায়।
ক্লাব গুলো সব আরব-পতি
পুজো কাছে এলে
দুর্দিনের যেই গন্ধ পেল
ওমনি, কৈলাশে গেল চলে।
বুদ্ধিজীবির চেতনা হয়
ধর্ষক – খুনির ফাঁসি হলে
দেশের মানুষ, সে আবার কে?
অসময়ে বেপাত্তা,
টিকিও দেখায় না ভুলে।
নোবেল প্রাপ্ত অর্থনীতিবিদ
বিদেশে তার বাস
তিনি রয়েছেন নিজের মধ্যে
মানুষ খাক্ ছাইপাশ।
অন্যদিকে,
পুলিশ প্রশাসন লড়ছে সবাই
ঘুম নেই কারো চোখে
রাস্তার ওপরেই নীল-ডাঊন
মাস্ক্ না থাকলে মুখে।
ডাক্তার – নার্স? আমরা পেটাই
যত্রতত্র করি বদনাম
আজকের এই মহামারীতে
ওনারাই আসলে ভগবান।
তাইতো বলি,
সবকিছু ঠিক হবে
কয়েকটা দিন দেখো
ধৈর্য্য ধরে চুপটি করে
বাড়ির মধ্যেই থাকো।।
DJM ORIGINALS কেও অসংখ্য ধন্যবাদ।