হারিয়ে গেছে ধূলো- মাটি
কাদা মাখা গা
হারিয়ে গেছে বঙ্গ নারীর
আলতা জড়ানো পা
কংক্রীটের আবাসনে পায়ে নাহি
মাটির পরশ
মাটির মন তপ্ত আজি
শুষ্ক শুধু,নেইকো সরস
গগনচুম্বী অট্টালিকা
ঢাকছে সোনার সূর্য টাকে
শীত-সকালে রোদ্ মাখা গা
হারিয়ে গেছে বাড়ির ফাঁকে
বাবা,কাকা,দাদু,জ্যাঠা,
সংখ্যাটা ছিল বেশ গরিষ্ঠ
ক্রমে ক্রমে মন হারিয়ে
সংখ্যাটা আজ বেশ লঘিষ্ট
লঘু হতে হতে আজ
সন্তান আর দম্পতি
সন্দেহ-বিষে আজ
হারিয়ে গেছে সংহতি
শীতল স্নিগ্ধ শান্ত ছায়া
হারিয়ে গেছে বাসের তরে
উষ্ণ কঠিন মরু হাওয়া
মনকে শুধু তিক্ত করে
মিলিয়ে গেছে মিষ্টি হাসি
মেকি হাসির অন্তরালে
লোক দেখানো ঠোঁটে হাসি
আসলে–,দুশ্চিন্তার ভাঁজ কপালে
হচ্ছে বিলীন মাতৃভাষা
রং মাখানো ন্যাকা ন্যাকা
বিচিত্র সব শব্দকোষে
ডিকশনারি ও ভ্যাবাচাকা
হারিয়ে গেছে মানবতা
আপন স্বার্থের হিসাব খাতায়
তাইতো শুধু হানাহানি
রং বদলের তৎপরতায়
আপন আপন ভাবছি বটে
সবাই একদিন চলে যাবে
সততা,বিবেক,কর্ম আপন
যাহা সবার মনে রবে
এই আবহে উঠছি বেড়ে
ভাবছি মনে উন্নয়ন
হয়তো ভাল, কিংবা নয়
সজাগ থাকুক দুই নয়ন।
