বাাঁচানোর আপ্রাণ চেষ্টা ব্যর্থ
জীবন মৃত্যুর লড়াই শেষ
মৃত্যুর জয় হল শেষ পযর্ন্ত
মৃত্যুর পরোয়ানায় স্তব্ধ জীবন
থমকে গেল একটি প্রাণ
চোখ দুটি হয়ে গেল স্থির
থেমে গেল হৃদস্পন্দন
সময় কালের করেনি পরোয়া
ভাবেনি আত্মীয় বন্ধুদের কথা
শোনেনি তাদের কান্নার রোল
তার যতটুকু দেবার দিয়ে গেল
নিয়ে গেল না কিছুই
সামাজিক বন্ধন গেল ছিড়ে
সব ফেলে চলে গেল শেষ গন্তব্যে
চাওয়া পাওয়া,আশা ভালোবাসা
আজ তার কাছে মূল্যহীন
নেই কোন জীবনের পিছুটান
নেই কোন আবেগ অনুভূতির রেশ
আবহমান কালের গতির ধারায়
চিরনিদ্রায় শায়িত হলো একটি প্রাণ
সব হারিয়ে গেল মৃত্যুর মাঝে
শুধু পড়ে রইল একমুঠো ছাই ।
