বাংলা আমার মজ্জা গড়ে , বাংলা নাড়ির স্পন্দনে,
বাংলা সাজাই মনের ঘরে, বাংলা গভীর চিন্তনে,
বাংলা শ্বাসে ,
বাংলা আশে,
বাংলা বিনে চিত্ত ডরে, বাংলা অটুট বন্ধনে।
শহিদের রক্তে সিঞ্চিত গরবে মাতৃভাষা সমাদৃত ।
মিছিলের সে জয়ধ্বনিতে আজও স্মৃতিপথ আবৃত।
বাংলা আমার আবেগ জমিন, বাংলা নিবিড় বিশ্বাসে,
বাংলা লিপিই স্বরযন্ত্রে আসীন, বাংলা হৃদয় ক্যানভাসে,
বাংলা প্রাণে,
বাংলা মানে,
বাংলা আবেশ অতল, গহিন, বাংলা সৃজন অভিলাষে।
একুশের বলিদানে উত্থিত অমৃত, “আ মরি বাংলা ভাষা।”
বরেণ্য তুমি সদা অন্তরে , তোমাতেই কাঁদা- হাসা।
বাংলা গীতির আবহে , বিলীন ‘রবি’র প্রেমে,
বাংলা গর্জে বিদ্রোহে , ‘কাজী’র সাম্য ক্ষেমে,
বাংলা চেতনে,
বাংলা কেতনে,
বাংলা শোণিত প্রবাহে, চির অনুরাগ কায়েমে।
আমার স্বপ্ন আশকারা পায়, বাংলায় মেলে দিশা।
বাংলা বুলিতে সিঞ্চিত নিতি বাঙালির জিজীবিষা।